আবারও বেশ অনেকদিন পর সচলায়তনে আসা। আপনারা সবাই ভালো আছেন আশা করি। এখানে যাঁদের সঙ্গে কথা হত, তাঁদের মিস করি। সবাই পৃথিবীর কোণে কোণে নানা গুরুত্বপূর্ণ কাজকর্মে নির্ঘাৎ ব্যস্ত থাকেন, এই সচলের কথা কি কারুর মনে পড়ে?
একটা ছবি, এও ডিজিটাল, মোবাইলে আঁকা, ভাবলাম আপনাদের দেখাই।
মন্তব্য
আপনার পোস্ট দেখে ভালো লাগলো। আশা করি কুশলে আছেন।
ছবি ভালো লেগেছে। বিশেষত শেফালী ফুলগুলো একেবারে বাস্তব হয়েছে, সূক্ষ্ম খুঁটিনাটিসহ। আরও আঁকুন, আরও লিখুন। আপনার কাব্যিক গদ্যগুলো মিস করি।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
হাজার বছর পর এসে আমারও একই অবস্থা। পুরনো মুখগুলো দেখলে একটা অদ্ভূত ভালো লাগা কাজ করে। ছবি খুব ভালো লেগেছে। আঁকুন, লিখুন, যা খুশি করুন, সাথে থাকুন।
নতুন মন্তব্য করুন